Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাকে ডেকে নিয়ে মারধর প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে আ’লীগ অফিসে ডেকে নিয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে টায়ারে আগুন ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করে ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিবাদে মোরেলগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে প্রজন্ম লীগ। দুপুরে দোষীদের বিচার দাবিতে মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ডে মানববন্ধনে অংশ নেয় মুক্তিযোদ্ধা মোরেলগঞ্জ ইউনিট, পৌর মেয়র ও প্রজন্ম লীগসহ সমমনা অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের কুদঘাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী হাওলাদারকে (৭০) রাত ১২টায় মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মুক্তিযোদ্ধা মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক কমান্ডার পূর্ব সরালীয়া গ্রামের আশরাফ আলী হাওলাদার জানান, একটি তুচ্ছ ঘটনার সালিস বিচারের কথা বলে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু তাকে আ’লীগ অফিসে ডেকে পাঠান। সেখানে গেলে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান বাচ্চু আশরাফ আলীকে চড়থাপ্পড় মেরে চেয়ার থেকে নিচে ফেলে দেন। এরপর বাচ্চুর সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে। রাত ১২টার দিকে আহতাবস্থায় আশরাফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ৭টা থেকেই মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে থানা পুলিশ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: লিয়াকত আলী খান ঘটনাস্থলে রয়েছেন। বেলা একটায়  থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ