Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ঋণ পরিশোধে ব্যর্থ কৃষকের আত্মহত্যা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০৩ এএম

বগুড়ার শেরপুরে এনজিও ঋণের কিস্তি পরিশোধে অপারগতায় ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে আব্দুল করিম (৩২) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। তিনি গত বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করিম শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সগুনিয়া গ্রামের জুরান আলীর ছেলে। এলাকাবাসী ও মৃতের স্বজনরা জানান, আব্দুল করিম পেশায় একজন কৃষক। তিনি একাধিক এনজিও সংস্থা ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করেন। কিন্তু চলতি মৌসুমে ধানসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঋণের টাকা পরিশোধে দিশাহারা হয়ে পড়েন।
এরই মধ্যে পাওনাদাররা সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে টাকা পরিশোধ করতে না পেরে গত বুধবার রাত ১১টার দিকে বসতবাড়ির শয়নকক্ষে গ্যাস বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষক আব্দুল করিম। শেরপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ