Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার জুয়াড়ি আটক

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়ায় বিডি পুলিশের হেল্প লাইনের সহযোগিতায় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের পশ্চিম ইন্দের হাওলা গ্রামের সুকুমার হালদারের দোকানের সামনের গোপন কক্ষ থেকে ওই ৪ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃত ৪ জুয়াড়ি হলোÑ পশ্চিম ইন্দের হাওলা গ্রামের আ: রহমানের ছেলে মো: বাবুল সরদার, মৃত মোসলেম আলী খানের ছেলে মো: মোস্তফা খান, মো: আদম আলী হাওলাদারের ছেলে মো: ফারুক হাওলাদার ও মৃত বঙ্কিম হালদারের ছেলে সুকুমার হালদারকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে এসআই কামরুজ্জামান বাদি হয়ে জুয়া আইনের ৩/৪ ধারায় আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। গত সোমবার দুপুরে আটককৃতদের বরিশাল জেল হাজতে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ