রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নানা বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে সুমাইয়া আক্তার (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সুমাইয়া দারুলফালাহ আলিম মাদরাসা এন্ড বিএম কলেজের ৭ম শ্রেণির ছাত্রী। গত শুক্রবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দরের মোস্তফাপুর বালুপাড়া এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া একই উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর উত্তরপাড়ার সাইদুর রহমানের কন্যা। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নানার বাড়িতে বেড়াতে আসেন সুমাইয়া। ভোর রাতে নানার বাড়ির সামনের একটি পুকুরের মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর লাগায় প্রতিবেশী এক মামা। পুকুরের সাথেই একটি জমিতে ঘেরা ছিলো লোহার নেট জাল। ওই নেটের উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যায় পুকুরে, তবে সেই বৈদ্যুতিক তার ছেড়া থাকায় পুরো নেটে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।