Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে প্রতিবাদ সভায় শিক্ষক কৃষ্ণ চন্দ্রকে গ্রেফতার দাবি

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০৬ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়েছেন সরিষাবাড়ীর ওলামা ও তৌহিদী জনতা। পৌর শহর পোস্টঅফিস সংলগ্ন শহীন স্কুলের গনিত শিক্ষক কৃষ্ণ চন্দ্র সুত্রধর। তিনি ইস্কনের একজন সক্রিয় সদস্য। তিনি কৌশলে কোমলমতি মুসলিম শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর নামে ইসলামী বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে আসছেন। ইসলাম বিরোধী কুলাঙ্গারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি জানান জনতা। সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে গত শুক্রবার সন্ধায় সংবাদ সম্মেলনে এসব দাবি করেন ওলামা ও তৌহিদী মুসলিম জনতা। উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের গনেশ চন্দ্র সুত্রধরের ছেলে কৃষ্ণ চন্দ্র সুত্রধর (৩৫)। ওলামা ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নাজমুল হক সাইদী, দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মুফতি মো. কামরুজ্জামান, শুয়াকৈর দাখিল মাদরাসার সুপার শহিদুল্লাহ, পৌর ঈমান-মোয়াজ্জেম কল্যান সমিতির সভাপতি মাওলানা মো. জুনায়েদ, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, আইয়ুব আলী আনছারি, শিক্ষার্থী শিহাব উদ্দিন, ফাহাদ প্রমুখ।
এ ব্যাপারে কৃষ্ণচন্দ্র সুত্রধর বলেন, আমি ইস্কনের সদস্য, গত ২০১৪ সাল থেকে ইস্কনের আদর্শ মেনে চলি। আমি নিরামিষ খাই। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তা আমার জানা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ