রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়ায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে স্বতন্ত্রপ্রার্থী সাবেক ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুল রশিদ দৌলতি ও ভোটারগণ। গত শুক্রবার বিকেলে স্বতন্ত্রপ্রার্থীর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আ.লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ রাসেলের বিরুদ্ধে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি জানান, গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা সামশুল আলম সরকার দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচনে অনিয়ম কারচুপি করে বিজয় লাভ করে। চেয়ারম্যানের আসনে বসার কয়েকদিনের মধ্যে তিনি মারা যায়। এতে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করলে মুক্তিযোদ্ধা সামশুল আলমের পুত্র মামুনুর রশিদ রাসেলকে আ.লীগ থেকে মনোনয়ন দেয়া হয়। ঋণ খেলাপীর দায়ে রাসেলের প্রার্থীতা বাতিল হয়, যা সুপ্রিম কোর্টে ১৩ জুন শুনানীর অপেক্ষায় আছে। এ বিষয়ে ক্ষিপ্ত হয়ে মামুনুর রশিদ রাসেল স্বতন্ত্রপ্রার্থী আবদুর রশিদ দৌলতিকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এছাড়া সুপ্রিমর্কোট থেকে মনোনয়ন ফিরে পেলে নির্বাচনের দিন আবদুর রশিদ দৌলতিকে দেখে নেবে বলে হুমকি দেয়। এলাকার ভোটারদেরকেও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে বলে স্বতন্ত্রপ্রার্থী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। নির্বাচন যাতে সুষ্ট ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়ে জনগণ যাতে নির্বিঘ্নি ভোট দিতে পারে তাই ৯টি ভোট কেন্দ্রে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার মোতায়েন করে সুষ্ট নির্বাচনের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্বতন্ত্রপ্রার্থী আবদুর রশিদ দৌলতি। সংবাদ সম্মেলনে এলাকার প্রায় দু’শতাধিক ভোটার উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।