Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় ভুয়া পুলিশ আটক

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০৫ এএম

কলারোয়া মাছ বাজার থেকে পুলিশের লোগো দেয়া মোটর সাইকেলসহ রাফসান জনি নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। সে কলারোয়া উপজেলার ব্রজাবকসা গ্রামের মৃত বজলুর রহমান সরদারের ছেলে। কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, রাফসান জনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম করে বেড়ায়। সে কখনও বিকাশের ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা, বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে প্রতারনা ও মাদকের ব্যবসা করেন। এ সমস্ত অপকর্ম করার জন্য নিজের ব্যবহৃত টিভিএস মোটর সাইকেলে পুলিশ লেখা লোগো ব্যবহার করে নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়াত। কিছুদিন ধরে প্রতারক জনির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ আসছিলো। গত শুক্রবার দুপুরে মাছ বাজারের সামনে পুলিশ লেখা মোটরসাইকেল দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। সে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, দেশের বিভিন্ন জায়গায় চলাফেরা করতে গেলে পুলিশ লেখা থাকলে, চলতে সুবিধা হয়। এ ঘটনায় প্রতারক রাফসান জনির নামে কলারোয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ