Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় উদ্বুদ্ধকরণ কর্মশালা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে অক্সফামের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় পাবলিক হলে ‘আমি এক এবং অনেক’ প্রকল্পের আওতায় ইয়ুথদের উদ্ধুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমান। উদ্ধুদ্ধকরণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, অধ্যাপক মতীন্দ্র সরকার, বিএনপিএস নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু, উন্নয়ন কর্মকর্তা মৃনাল কান্তি চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় ৭টি ইয়ুথ গ্রুপের ১০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। কর্মশালায় বক্তারা ধর্ম ও ধর্মীয় পরিচয়ভিত্তিক সকল প্রকার বৈষম্য প্রতিরোধ করে আন্তঃ ও আর্থ-সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ