Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

পারাবতে আগুন ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ৪:৫৫ পিএম

ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করা হয়েছে। আজ শনিবার (১১ জুন) দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি বলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করে গঠন করা হয়েছে ৭ সদস্যের কমিটি। এর আগে শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর সংলগ্ন এলাকায় পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে টেনটিতে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বন্ধ রয়েছে সিলেটের সাথে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের রেল চলাচল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ