Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাঁচবিবিতে ২৩ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

পাঁচবিবি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ২:৩২ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপাড়া ক্যাম্পের বিজিবির টহল দল আজ মঙ্গলবার ভোরে ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করে।

ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হাসেম জানান, ভারতীয় কাপড় আসার খবর পেয়ে ক্যাম্পের নায়েক সামছুল আলমের নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা চেঁচড়া সড়কে ভারতীয় কাপড় ফেলে পালিয়ে যায়। জব্দকৃত কাপড়ের মধ্যে ১৬০ পিস শাড়ী ও ১০৫ পিস থ্রি-পিস রয়েছে।

অপর দিকে উপজেলার রতনপুর স্লুইসগেট পাকা রাস্তার উপর থেকে ২৪শ মিটার ভারতীয় উন্নত মানের (শার্ট পিস) থান কাপড় জব্দ করেছে কয়া ক্যাম্পের বিজিবি। আজ মঙ্গলবার রাত দেড়টার সময় বিজিবি টহল দলের চোরাচালান বিরোধী অভিযানে মালামালগুলো জব্দ করা হয়। জব্দকৃত কাপড়ের মূল্য ১২ লক্ষ টাকা বলে জানায় বিজিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ