Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১:০৫ পিএম

সাভারে ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধের নোটিশ পেয়ে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সাভারে নামা গেণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানান, সোমবার (২১ নভেম্বর) বিকেলে কর্তৃপক্ষ সংস্কারের জন্য ০৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেন। মঙ্গলবার সকালে নোটিশ দেখে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের দাবি মালিকপক্ষ বেআইনিভাবে কারখানা বন্ধ করছেন। হঠাৎ করে কারখানা বন্ধ হলে চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়বেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ