বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের সকল মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর বিশেষভাবে কবর বাঁধাই ও তাদের নামে সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক ম মোজাম্মেল হক। গতকাল শুক্রবার ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ডাউটিয়া এলাকায় রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শহীদ মানিক স্মৃতি সৌধের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সে সকল মুক্তিযোদ্ধাদের মৃত্যু হয়েছে এবং আমরা যারা মারা যাবো সকল মুক্তিযোদ্ধাদের কবরই বাঁধাই করে দেয়া হবে। যেন পঞ্চাশ বা একশত বছর পরও মুক্তিযোদ্ধাদের পরবর্তী বংশধর বা সাধারণ মানুষ কবর দেখেই যেন বুঝতে পারেন এখানে একজন মুক্তিযোদ্ধার কবর রয়েছে। এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সকল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে পরিষদের পাশেই উন্মুক্ত স্থানে নাম ফলকের ব্যবস্থা করা হবে। যেন পরবর্তী প্রজন্ম তাদের এলাকার সকল মুক্তিযোদ্ধাদের নাম পরিচয় জানতে পারেন।
বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা-২০ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য এম এ মালেক, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইদ, সাবেক যুগ্ম সচিব আফসার উদ্দিন জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী ও সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।