Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির সাবেক প্রো-ভিসির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি দুদক

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:০৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের বিরুদ্ধে ঢাকাতে বিশ্ববিদ্যালয়ের অতিথি নিবাস তৈরির জমি ক্রয়ে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় অনুসন্ধান পরিসমাপ্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার দুদকের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির সাবেক প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও অন্যান্যের বিরুদ্ধে ঢাকায় অতিথি ভবন ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুদক কর্তৃক অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৬ তৎকালীন উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দীন প্রশাসনের মেয়াদ শেষের দিকে ঢাকায় জমিসহ ১৩ কোটি ২৬ লাখ টাকায় রাবির অতিথি ভবন কেনা হয়। এতে জমির ক্রয় মূল্য ১১ কোটি এবং ভবন নির্মাণ ব্যয় দুই কোটি ধরা হয়। তবে দরপত্র ছাড়াই কেনা ওই জমির মূল দলিলে জমির মূল্য সাড়ে ৩ কোটি টাকা উল্লেখ করা হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ১১ কোটি টাকা মূল্য দেখিয়ে অনুমোদন করা হয়। দলিল ও সিন্ডিকেটে অনুমোদন করা অর্থে ৮ কোটি টাকার গড়মিলের অভিযোগ তোলা হয়। যার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে আদালতের আদেশে দুদক বিষয়টি নিয়ে তদন্ত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ