বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম খালেদা জিয়ার দেয়া প্রস্তাবনা আওয়ামী লীগের স্বাগত জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রস্তাবনা দেওয়ার পর আওয়ামী লীগের উচিত ছিল সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা। সেটা না করে আওয়ামী লীগ প্রস্তাবনা প্রত্যাখ্যান করে অন্যায় করেছে। এটা আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ এবং ফ্যাসিবাদী মনোভাব। কারণ তারা দেশে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন চায় না।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন প্রস্তাবনা দেয়ার পর আওয়ামী লীগ আলাপ-আলোচনা জন্য উদ্যোগ গ্রহণ করেত পারতো। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী নির্বাচন কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা করতে পারতো। সেটা না করে বেগম জিয়ার প্রস্তাবনা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মারত্মক ভুল করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, সরকার যদি দেশের জনগণকে একটি ভোটের সুযোগ দেয় তাহলে বিএনপি জয়ী হবে এবং আওয়ামী লীগ পরাজিত হবে। আর সরকার নিজেদের পরাজয়ের ভয়েই নির্বাচন কমিশন পুর্নগঠন করতে চাচ্ছে না। তিনি বলেন, বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। কারণ আল্লাহতায়ালা বিএনপিকে গণতন্ত্র আমানত হিসাবে দিয়েছেন। আগামী নির্বাচনের আগে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে না পারলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন তিনি। ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের সভাপতিত্বে এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি নাজমুল হাসান, দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।