রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পদ্মা নদীতে গোসল করতে নেমে মোছা. আমেনা খাতুন (২০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লালপুর ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ আমেনা খাতুন উপজেলার গৌরীপুর গ্রামের হাসেম মুন্নার মেয়ে। লালপুর ফায়ার স্টেশন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের প্যারালাইসিস রোগে আক্রান্ত হাসেম মুন্নার নোংরা কাপড়-চোপড় পরিস্কার করতে তার মেয়ে মোছা. আমেনা খাতুন বাড়ির পাশে পদ্মা নদীতে যায়। কাপড় চোপড় ধোয়ার পর আমেনা খাতুন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। এদিকে নদী থেকে গোসল করে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন নদীর ধারে গিয়ে আমেনার কাপড় ও স্যান্ডেল নদীর ধারে পড়ে থাকতে দেখেন তারা। আমেনাকে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদী সহ আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। লালপুর ফায়ার স্টেশনের সাব-অফিসার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেন। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়ার পর সেখান থেকে ডুবুরি দল সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিকেল ৪ টা পর্যন্ত আমেনাকে উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।