বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসূল (সা.)এর শানে কটুক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আজ বাদজুমা শহরের দোয়েল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল করীম এর সভাপতিত্বে ও আবদুর রহমান ফরহাদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা গাজী এনামুল হক, মাওলানা কাজী গোলাম কিবরিয়া,মাওলানা আবদুল রাজ্জাক,মাওলানা আলাউদ্দিন ছাবরী,মাওলানা নাছির উদ্দিন,মাওলানা ছালাউ্িদ্দন আইয়ুবী, মুফতী আহম্মদ ইউছুফ, মাওলানা আবু রায়হান প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আজ আমাদের রাসূল (সা.)এর বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে। আল্লাহর বিরুদ্ধে কোন কটুক্তি করলে আল্লাহ তা সহ্য করেন কিন্তু নবীর (সা.)এর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে আল্লাহ সহ্য করেন না। ইতিহাস সাক্ষী রয়েছে, যারা রাসূল (সা.)কে অপমান করেছে তারা আল্লাহর হাত থেকে রেহাই পায়নি। সম্প্রতি ভারতের দুই বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ও তার সহধর্মীনি হযরত আয়েশা (রা)কে নিয়ে যে কটুক্তিমূলক মন্তব্য করেছে, তারা নাযাত পাবেনা মুক্তি পাবেনা। তাদের বিচার এদেশের জনগণ করবে। যারা রাসূল (সা.)কে গালি দিবে অপমান করবে তাদের একমাত্র বিচার হলো তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। আজ সারা বিশ্বের সব মুসলিম জেগে উঠেছে। তাদের শেষ রক্ষা হবে না। বক্তারা আরো বলেন, রাসূল (সা.)কে অপমান করা হয়েছে। এ ব্যাপারে রাস্ট্রের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমরা বারবার দাবী জানিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত তাদের কানে পৌঁছেনি। এজন্য আমাদেরকে সীদ্ধান্ত নিতে হবে আগামীতে এমন সরকার গঠন করতে হবে,যারা আমাদের রাসূল (সা.)এর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে যেন তার বিচার ও সাজার ব্যাবস্থা করা হয়। আসুন আগামী দিনে সাম্য ও মানবিক মানমর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকাতলে হাত পাখার পক্ষে আপনারা পূর্ণ রায় দিয়ে এদেশের সকল দূর্ণীতি, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ব্যবস্থা করুন। বিশ্বব্যাপী ভারতের সব পণ্যকে যেই ভাবে বর্জন করা হচ্ছে আমরাও ভারতের সব পণ্য বর্জন করবো ইনশাআল্লাহ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন,যুব আন্দোলন,শ্রমিক আন্দোলন,ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দসহ সর্বদলীয় ও সর্বস্তরের তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী গোলাম কিবরিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।