Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজা রাফিয়ার ১৩ লাখ টাকা পুরস্কার লাভ

দুবাইতে কোরআন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সংযুক্ত আরব আমিরাতের ১৯তম ‘ফাতেমা বিনতে মোবারক’ আন্তর্জাতিক পবিএ কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজা রাফিয়া হাসান জিনাত ১৩ লাখ টাকা পুরস্কার লাভ করেছেন। দুবাই অনুষ্ঠিত এই বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে মোট ১০টি দেশের প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। যার মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ রাফিয়া হাসান জিনাত ৯ম স্থান অর্জন করে বাংলাদেশের সুনাম বয়ে আনেন। তার এ অর্জনে আমিরাতের প্রবাসী বাংলাদেশীরা ভীষণ খুশি।  পুরস্কার হিসেবে রাফিয়া বাংলাদেশি টাকায় নগদ ১৩ লাখ টাকা, গোল্ড মেডেল, আন্তর্জাতিক সনদ ও ক্রেস্ট লাভ করেছেন। দুবাইয়ের বিজ্ঞান ও সংস্কৃতি ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্ত্রী ফাতিমা বিনতে মোবারক উপস্থিত ছিলেন। পটুয়াখালী বাউফল -এর হাফেজ রাফিয়ার বাবার নাম মাওলানা নাজমুল হাসান। মাতা যারিয়াতুন্নেসা (লাকী)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ