বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে বিজেপি নেত্রী কর্তৃক রাসূল (সা) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। আজ শুক্রবার বাদ জুম'আ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। সংগঠনের সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান। এসময় তিনি বলেন, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল রাসূল (সা) কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছেন। বিশ্বের দুইশ' কোটি মুসলমানের রক্তক্ষরণ ঘটিয়েছেন, যা মুসলমানরা কখনো মেনে নিতে পারেনা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তারা বলেন, অত্যন্ত পরিতাপ ও লজ্জার বিষয় হল, সাড়া মুসলিম বিশ্বে যেখানে প্রতিবাদের ঝড় উঠেছে, ভারতীয় পণ্য বর্জনের আওয়াজ উঠেছে সেখানে কোনো এক রহস্যজনক কারণে বাংলাদেশ সরকার এখনো কোনো কথাই বলছেনা। এটা আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক বিষয়। বক্তারা সরকারের কাছে এর প্রতিবাদের জন্য জোর দাবী জানান। বক্তারা আরো বলেন, বিজেপি নেত্রীর এমন জঘন্য মন্তব্য ভারত সরকারের সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ। এটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানি। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ নোমান আহমদ ফাহাদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ইসহাক আহমদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, মহানগর সভাপতি জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আরাফাত প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।