Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটা সৈকতে দেখা মিলছে ইয়েলো-বিল্ড সী স্নেক

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১:৫১ পিএম | আপডেট : ২:১৪ পিএম, ১০ জুন, ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা মিলেছে বিরল প্রজাতির একটি ইয়েলো-বিল্ড সী স্নেক। বৃহস্পতিবার রাতে এই সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।

কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, গত বুধবার সকালে সৈকতের ট্যুরিজম পার্কের সামনে ইয়েলো বিল্ড সী স্নেক সাপটি দেখতে পায় জেলেরা। পরে এটি আবার জোয়ারে ভেসে যায়। এ সাপের পেটের রং হলুদ। দেহের উপরি ভাগ কালো। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এ সাপ দেখতে খুবই সুন্দর।
ওযার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ তম। এটা তীব্র বিষধর। এ সাপ সচরাচর দেখা যায়না।
গত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা গেছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ