Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ফুলপুরে নিন্দা ও প্রতিবাদ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১১:৪২ পিএম

প্রিয়নবী হজরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে সম্প্রতি বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টায় বাসস্ট্যান্ড জামে মসজিদের নিচতলায় ফুলপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রিয়নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ফুলপুর পৌর ইমাম পরিষদের সভাপতি ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আবুল কাসেম, ফুলপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ এরশাদুল্লাহ, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ, পয়ারী আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহমান, কাড়াহা মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান মানিক, বাইতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, আদর্শ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াস আহমাদ, দিউ ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ইখলাস উদ্দিন, দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মাসুক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ