Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহযোগিতা ছাড়া পানিবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় মসিক মেয়র

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

নগরবাসীর সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় বললেন (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। তিনি বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে। এ কাজ শেষ হলে নগরবাসীর জীবনমানের দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
এ সময় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, নগরী জলাবদ্ধতামুক্ত রাখতে হলে ড্রেন ও খালে ময়লা ফেলা এবং পাইলিংয়ের মাটি ড্রেনে ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নগরবাসীর এ সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।
গতাকল দুপুর ২টায় নগরীর চৌরঙ্গী মোড় এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রায় এক কোটি টাকা ব্যায়ে নগরীর চৌরঙ্গী মোড় থেকে জুবলী কোয়ার্টার মোড় পর্যন্ত ৪২০ মিটার আরসিসি ড্রেনে এবং ২১০ মিটার আরসিসি সড়কে এই নির্মাণ কাজ করা হবে। এ সময় কাউন্সিলর মো. আনিসুর রহমান আনিস, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ