Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

প্রতি অর্থবছরের মতো এবারও ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ দেয়া হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হাজার ৯৭৮ কোটি টাকা। যা মোট বাজেটের ১৪ দশমিক ৭ শতাংশ। টাকার অঙ্কে ৫ হাজার ১০১ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এই খাতে। তবে মোট বাজেটের আকারে কমানো হয়েছে ১ শতাংশ। গতবছর প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রস্তাব করা হয়েছিল ৯৪ হাজার ৮৭৭ কোটি টাকা । যা ছিল মোট বাজেটের ১৫ দশমিক ৭ শতাংশ। যদিও সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমে দাঁড়ায় ৮৭ হাজার ৭৪২ কোটি টাকা।

নতুন অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রস্তাবিত বাজেটের মধ্যে- প্রাথমিক ও গণশিক্ষায় ৩১ হাজার ৭৬১ কোটি টাকা, যা ২০২১-২২ অর্থবছরে ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা, যা গত চলতি অর্থবছরে ছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৯ হাজার ৭২৭ কোটি টাকা। যা আগে ছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা। মূলত শিক্ষার এই তিনটি বিভাগে মোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮১ হাজার ৪৪ কোটি টাকা। গত অর্থবছরে এটি ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় আসন্ন অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ে মোট ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা ও প্রযুক্তি খাতের অন্য দুটি বিভাগের মধ্যে- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৬ হাজার ৬১৩ কোটি টাকা, চলতি অর্থবছরে ছিল ২১ হাজার ২০৪ কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ১ হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই বিভাগে চলতি অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল ১ হাজার ৭২০ কোটি টাকা।

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে এবং শিক্ষাকে উন্নয়নের অন্যতম প্রধান কৌশল হিসেবে গ্রহণ করে এ খাতকে সর্বাধিক গুরুত্বারোপ করে আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপন উপলক্ষে বাজেট বক্তৃতায় তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব করলেও শুধু শিক্ষাখাতে ৮১ হাজার ৪৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব জিডিপির অনুপাতে সামান্যই। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী, একটি দেশের শিক্ষাখাত জিডিপির ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ বরাদ্দ পেলে তা আদর্শ ধরা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ