বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্ব নবীর আদর্শের কারনে আজকে মুসলমানরা শৃঙ্খলিত। গোটা পৃথিবীর ভিতরে মুসলমানরা উজ্জল নক্ষত্রের মতো ইতিহাস সৃষ্টি করেছে সাম্প্রদায়িকতার। মুসলমানের ইসলাম ধর্মগুলো সাম্প্রদায়িক ধর্ম নয়। তারই প্রমাণ আমাদের ফেনীতে বড় মসজিদের সাথে মন্দির আছে সেখানে হিন্দু ভাইরা তাদের পূজা অর্চনা করছে কেউ বাধা দিচ্ছে না। এছাড়াও বাংলাদেশের সর্বচ্চ ধর্মীয় বিদ্যাপিঠ আরবী বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদ্রাসার পাশে প্রাচীনতম হিন্দুদের মন্দির আছে কিন্তু সেখানে সামান্যতম কোনো ধরনের দূর্ঘটনা কখনো ঘটেনি। সুন্দরভাবে তারা বসবাস করছেন। এই আদর্শটা শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। এখন সেই নবী (সা.)কে নিয়ে তারা কটুক্তি করছেন অপমানজনক কথা বলছেন। সম্প্রতি ভারতের বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও তার সহধর্মীনী আয়েশা (রা.) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ ফেনীতে ওলামা মাশায়েখ ও সবস্তরের মুসলিম জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বাদ আছর শহরের সকল মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদী জনতা ও মুসল্লীরা দলে দলে বের হয়ে দোয়েল চত্বরে এসে একত্রিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি ট্রাংক রোড থেকে শুরু হয়ে মিজান ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ১৪শ বছর আগে যারা নবীজির শানে বেয়াদপি ও কটুক্তি করেছে তাদের সকলের মৃত্যুদন্ড হয়েছে। আমরা তছলিমাকে চাড়ি নাই প্রয়োজনে নূপুর শর্মা ও জিন্দালকেও ছাড়বোনা। ২০০ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজ। তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে। না হয় গোটা মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। এদের চেয়ে অনেক শক্তিদর রাজা বাদশারা অতীতে ধ্বংস হয়ে গেছে। মোদি সরকারতো ধ্বংস হবেই ।
তারা আরো বলেন,প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব সকলের এ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা। নবীজির অপমানে যে মুসলমান ব্যথিত না হয়, দুঃখ পায় না, তার ঈমান নেই, সে ঈমান হারা। বক্তারা বলেন,আজকে ফেনী জেলার শীর্ষপর্যায়ের ওলামা মাশায়েখ এবং সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষ থেকে সম্পূর্ন অরাজনৈতিকভাবে সকল মুসল্লী নবীর (আ.) এবং আম্মাজান আয়োশা (রা.)এর শানে ভারতের বিজেপি’র দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কতৃক অবমাননাকর মন্তব্যের কড়া জবাব দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছে। আমাদের এ আন্দোলন ভারত সরকারের বিপক্ষে, তাদেরকে কঠোর বিচারের আওতায় আনার জন্য। আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি আপনি মুসলমান রাষ্ট্রের সরকার। আমরা আপনার কাছে চাইতে পারি নিন্দা প্রস্তাব করার জন্য। প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করবেন,এখন সে মদিনার নবীকে অপমান করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আপনি কোনো নিন্দা প্রস্তাব করেননি। অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারতীয় হাইকমিশনারকে ডেকে নিন্দা প্রকাশ করার আহবান জানাচ্ছি। না হয় এদেশের তৌহিদী জনতা আপনাকে ছাড়বে না।
মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা নুরুল ইসলাম আদীব সাহেব, মাওলানা আল হাফেজ রশীদ আহম্মদ,মাওলানা আবুল কাসেম,মাওলানা সাইফুউদ্দিন কাসেমী, মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া,মাওলানা আবদুর রাজ্জাক,মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, মাওলানা ফখরুউদ্দিন, মুফতী কাসেমী,মাওলানা জসিম উদ্দিন,মাওলানা আবদুল হালিম,মাওলানা নুরুল করীম,মাওলানা আবদুল হাই,মাওলানা নুরুল হুদা করীমপুরী, মাওলানা মাছুম,মাওলানা তৈয়ব সোলতানী প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শর্শদি দারুল উলুম মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আফজালুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।