Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলা-মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের রাজপথের আন্দোলন থেকে নিবৃত্ত করা যাবে না: রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৮:৫৮ পিএম

হামলা-মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের রাজপথের আন্দোলন থেকে নিবৃত্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি এবং পরোক্ষভাবে তাকে হত্যার হুমকির প্রতিবাদে গত ২৬ মে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশের সহায়তায় স্থানীয় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা ন্যাক্কারজনক ভাবে হামলা করে। এতে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হামলায় গুরুতর আহত এসব নেতাকর্মীদের শারিরীক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য এবং তাদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের জন্য গতকাল তাদের বাড়িতে বাড়িতে যেয়ে খবরাখবর নেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুল।

গতকাল ৮জুন বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল হামলায় মারাত্মক আহত খুলনা জেলা ছাত্রদলের অন্তর্গত ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক জাফর আহমেদ, খুলনা মহানগর যুবদল নেতা মুরাদ, সোনাডাঙ্গা থানা যুবদল নেতা বাবু, খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ড যুবদল নেতা রাজু, গুটুদিয়া ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মোনায়েম, চুকনগর ছাত্রদল নেতা সানি, আঠারো মাইল যুবদল নেতা শহীদের বাসায় যান। এসময় তিনি তাদের শারিরীক অবস্থার খোজ খবর নেন, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন, তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং নিকট ভবিষ্যতে বিএনপির সকল আন্দোলন, সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে পূর্বের ন্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সদ্য কারামুক্ত সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সভাপতি এবং খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়্যবুর রহমান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবির, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ ওয়াহিদুর রহমান দীপু, মাসুদ খান বাদল, ডুমুরিয়া থানা বিএনপির সভাপতি মোল্লা মফিজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, ডুমুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম, খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খুলনা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহেল কাফি সখা, খুলনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মোঃ রিয়াজ শাহেদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ