Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : গতকাল সোমবার বগুড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন করা হয়েছে। বগুড়া সেনানিবাস এর মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। সকল ইউনিট/সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দরবার এবং দুপুরে সকল ইউনিট/সংস্থায় কর্মরত অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সপরিবারে প্রীতিভোজের আয়োজন করা হয়। বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এ অঞ্চলের সংসদ সদস্যগণ, শহীদ পরিবারের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, এবং সামরিক/অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পরে কেক কাটেন এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো: মোশফেকুর রহমান, এসইউপি, এনডিসি, পিএসসি। কেক কাটার সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, সিরাজগঞ্জের সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ