বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরবাসীর সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মো: ইকরামুল হক টিটু। তিনি বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে। এই কাজগুলি শেষ হলে নগরবাসীর জীবনমানের দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
এ সময় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, নগরী জলাবদ্ধতামুক্ত রাখতে হলে ড্রেন ও খালে ময়লা ফেলা এবং পাইলিংয়ের মাটি ড্রেনে ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নগরবাসীর এ সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টায় নগরীর চৌরঙ্গী মোড় এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রায় এক কোটি টাকা ব্যায়ে নগরীর চৌরঙ্গী মোড় থেকে জুবলী কোয়ার্টার মোড় পর্যন্ত ৪২০ মিটার আরসিসি ড্রেন এবং ২১০ মিটার আরসিসি সড়কে এই নির্মাণ কাজ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো: আনিসুর রহমান আনিস, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।