বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : জৌনপুর দরবার শরীফের পির তাহরিকে নবুওয়্যাত বাংলাদেশের আমির মফুতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী বলেছেন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবী (সা:) এর তরিকা বাস্তবায়ন ও অনুসরণ করতে পারলে সামাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহ্র রাসূলের সুন্নতের অনুসরণ করার নাম হচ্ছে উম্মত। সর্বক্ষেত্রে সুন্নতের নবীজির অনুসরণ করতে হবে। যারা পির ও মাজারকে সেজদা করেন তারা হচ্ছে মুশরিক। কবর ও মাজার জিয়ারত করা যায়েজ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়েজ নেই, উহা সম্পূর্ণ হারাম। আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনই হচ্ছে ইবাদত, বন্দিগি ও আল্লাহর গোলামীর আসল উদ্দেশ্য।
তিনি বলেন, আল্লাহ ও তার রাসুলের আনুগত্য লাভ করতে হবে। নবীর সুন্নতের অনুসরণ করাই হচ্ছে আনুগত্য। গান, বাজনা হারাম ও নাযায়েজ। তিনি গত ২০ নভেম্বর মাধবপুর উপজেলাধীন এক্তিয়ারপুর খেলার মাঠে ঐতিহ্যবাহী এক্তিয়ারপুর দরবার শরীফ ও এক্তিয়াপুর সুন্নিয়া দাখিল মাদরাসার উদ্যোগে ৫ম বার্ষিক আজিমুশ্বান জলসা আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।