Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় নারীর স্বপ্ন পুড়ে ছাই

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৬:০৩ পিএম

বসতবাড়িতে আগুন লেগে স্বপ্ন পুড়ে ছাই হয়েছে নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী মহল্লার রুমা বেগমের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে আসবাবপত্র, টিন ও মুরগীসহ প্রায় সব জিনিসই পুড়ে যায়।

রুমা বেগম জানান, বহু আগেই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন। সন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন তিনি। গত ৭জুন সকালে কাজে বের হয়ে গেলে আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ আগুন দেখতে পান প্রাতিবেশীরা। এরপর স্থানীয় ফায়ার সার্ভির স্টেশনে খবর দিলে তারা এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এরই মধ্যে ঘরের আসবাপত্র, টিন ও পালন করা মুরগীসহ প্রায় সব জিনিসই পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা জানান, একমাত্র এই বসতবাড়ি ছাড়া আর কিছুই নেই রুমা বেগমের। দুই সন্তানকে নিয়ে খুব কষ্টে থাকতেন তারা। শেষ সম্বল হারিয়ে মানবেতর জীবন কাটছে পরিবারটির। নওগাঁ ফায়ার স্টেশনের পরিচালক মাহমুদুল হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত। খবর পেয়ে সাথে সাথেই গিয়ে কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছিল। এই অগ্নিকান্ডে প্রায় ৩৫ হাজার টাকার মত ক্ষতি হতে পারে বলে ধারনা তাঁর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ