Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নীলফামারী জেলা আইনজীবী সমিতির

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৫:০৭ পিএম

ঢাকা আইনজীবী সমিতির তিনজন বিজ্ঞ সদস্যকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার, পুলিশি হেফাজতে নির্যাতন ও রিমান্ড আদেশের ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানিয়েছে নীলফামারী জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (০৯ জুন) এ নিয়ে একটি বিবৃতি প্রদান করে জেলা আইনজীবী সমিতি। বিবৃতি প্রদানকারীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হক, সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম, সাধরণ সম্পাদক আলফারুক আব্দুল লতিফ, সহ-সাধারণ সম্পাদক আল-মাসুদ চৌধুরী, কোষাধ্যক্ষ এ.টি.এম ফেরদৌস আলম, লাইব্রেরী সম্পাদক মোঃ গোলাম মোস্তফা (সজীব), সমাজকল্যান,ধর্ম ও সংস্কৃতি সম্পাদক মোঃ আনিছুর রহমান আজাদ, কার্যনির্বাহী সদস্য মিসেস মালা জেসমিন, মোঃ আল বরকত হোসেইন, মামুনুর রশিদ পাটোয়ারী, মোঃ আফতাবুজ্জামান (বিপ্লব), মোঃ আকবর হোসেন, মোঃ জুলফিকার আলী ভুট্টু ও মোঃ মুজাক্কির বিন মর্তুজা (দূর্লভ চৌধুরী)।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জেলা আইনজীবী সমিতির বিবৃতিতে বলা হয়,‘গত ০৭ জুন সকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য আদালতে আসার পথে আইনজীবী দম্পতি, ঢাকা আইনজীবী সমিতির দুই জন বিজ্ঞ সদস্য সোহাকুল ইসলাম রনি ও তার স্ত্রী ইয়াছিন জাহান নিশান এর সঙ্গে জুরাইন পুলিশ বক্সের কাছে একজন ট্রাফিক সার্জেন্টের বাকবিতন্ডা ও নারী আইনজীবীকে হেনস্থার ঘটনায় দুই বিজ্ঞ আইনজীবী সহ অপর বিজ্ঞ আইনজীবী আরাফাত ভূাইয়াকে পুলিশি হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে এবং অজ্ঞাত নামা ৩৫০/৪০০ ব্যক্তির বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি মিথ্যা ও হয়রানী মুলক মামলা দায়ের করা হয়। গত ৮জুন উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে ওই তিন বিজ্ঞ আইনজীবীকে আদালতে নেওয়া হইলে পুলিশী হেফাজতে তাদের বিশেষ করে সোহাকুল ইসলাম রনির উপর নির্যাতনের বিষয়টি পরিলক্ষিত হয়।’
বিবৃতিতে এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দেশের বিচার ব্যবস্থার জন্য অশনিসংকেত বলে উল্লেখ করে আরো বলা হয়, ‘এর মধ্যেও দুই বিজ্ঞ সদস্যের জামিন আবেদন নাকোচ করে উল্টো পুলিশি আবেদনে তিন দিনের রিমান্ডে আদেশ প্রদান করা হয়। এর মাধ্যমে পুলিশী রিমান্ডে বিজ্ঞ আইনজীবীদেরকে আরও নির্যাতনের সুযোগ করে দেওয়া হয়েছে বলে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ মনে করে। তারা পুলিশি হেফাজতে এ ধরনের নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে বিজ্ঞ আইনজীবীদের রিমান্ড আদেশের তীব্র নিন্দা জানাই ও ওই আদেশ বাতিল পূর্বক তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানায়। নেতৃবৃন্দ অবিলম্বে আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার, রিমান্ড পূর্নরুপে বাতিল ও অবিলম্বে তাদের মুক্তির জোর দাবী জানায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ