বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সমুদ্রপথে হাইড্রোজেন পার অক্সাইড পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে । তিনটি মেইন লাইন অপারেটর (এমএলও)সহ একাধিক শিপিং লাইন্স চট্টগ্রাম বন্দর থেকে আর হাইড্রোজেন পার অক্সাইড ভর্তি কন্টেনার পরিবহন না করার ঘোষণা দিয়েছে। এতে দশ কোটিরও বেশি টাকা দামের ১১৩ কন্টেনার হাউড্রোজেন পার অক্সাইড চট্টগ্রামের চারটি বেসরকারি ডিপোতে আটকা পড়েছে। একই সাথে উক্ত চারটি ডিপোতও পড়েছে ঝুঁকির মুখে। বিএম কন্টেনার ডিপোতে সংঘটিত বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গার্মেন্টস শিল্পের ওয়াশিং প্ল্যান্টসহ নানাখাতে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহৃত হয়। দেশের বেশ কয়েকটি কারখানা হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন এবং বিপণন করে থাকে। ভিয়েতনাম, চীন, কোরিয়াসহ নানা দেশে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি হয়। দেশেও এই কেমিক্যালের চাহিদা রয়েছে। সমুদ্রগামী জাহাজে হাইড্রোজেন পার অক্সাইডভর্তি কন্টেনার পরিবহন না করায় এই কেমিক্যাল রপ্তানিতে অচলাবস্থা তৈরি হয়েছে। বর্তমানে চট্টগ্রামের চারটি আইসিডিতে ১১৩ কন্টেনার হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে। যেগুলো সমুদ্রগামী জাহাজের মাধ্যমে রপ্তানি হওয়ার কথা ছিল। চট্টগ্রামের ওসিএল ডিপোতে ৪৯ কন্টেনার, পোর্টলিংক ডিপোতে ৩৩ কন্টেনার, ইস্টার্ন লজিস্টিকে ২৪ কন্টেনার এবং কেএনটিতে ৭ কন্টেনার হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।