Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে অতিরিক্ত মদ্যপানে নারী পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বান্দরবান থেকে : | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০০ এএম

বান্দরবান সদরের গ্রিন পিক রিসোর্টে অতিরিক্ত মদপানে জারা হক নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত জারা হক ঢাকার গুলশান সাঈদ নগরের মো. আলমের মেয়ে। গতকাল বুধবার বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ নারীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের দুই বন্ধুকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, ফেনী সদরের পশ্চিম উকিল পাড়ার ফিরোজ ইফতেখারের ছেলে মো. নিহাল ও ফেনী সদরের ৯ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের ছেলে আসিফ হোসেন। বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার খান জানান, গত সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে একজন নারী এবং দুই পুরুষ বন্ধু মিলে বান্দরবান ভ্রমণে এসে সদরের গ্রীনপিক রিসোর্টে অবস্থান নেয়।
সেখানে রাত্রি যাপনকালে মদ্যপানের আড্ডা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয় নিহত নারীর। অতিরিক্ত মদ্যপানের কারণে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বান্দরবান হিলভিউ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের ২ বন্ধুকে আটক করেছে।
পুলিশ জানায়, নিহত পর্যটকের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম ইকবাল হোসাইন বলেন, জারা হক নামে এক নারী পর্যটককে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়। তবে চিকিৎসা শুরুর আগেই অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ