Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর-কক্সবাজার রুটে ২ মাস ফ্লাইট বাতিল

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৯:২৪ পিএম

নীলফামারীর সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশের সব ফ্লাইট দুই মাসের জন্য বাতিল করা হয়েছে। হজযাত্রীদের গন্তব্যে আনা-নেওয়ার সুবিধা বাড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ কারণে আগামী ৪ আগস্ট পর্যন্ত এই রুটে যাত্রীসেবা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে হজ ফ্লাইট চালু হয়েছে। হজ গমনেচ্ছুদের ঢাকায় পৌঁছে দিতে দেশের সব বিমানবন্দর ব্যস্ত থাকে। আর বিমান বাংলাদেশের এয়ারক্রাফটগুলো এ সময় হজযাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত থাকে। ফলে বিমান শিডিউলে কিছু রদবদল দেখা দিয়েছে। এ কারণে আগামী ১৩ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। তবে এরপর এ রুটে বিমান চলাচল স্বাভাবিক থাকবে।

আজ (৮ জুন) বুধবার বাংলাদেশ বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, হাজি সেবা এ সময় সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের কাছে। ফলে আপাতত সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান যাত্রীসেবা দিতে পারছে না। এ রুটের সব যাত্রীর সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ৪ আগস্টের পর পুনরায় সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ