Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেন ফয়সাল ও জয়ার বিয়ে বিচ্ছেদ ঘটেছিল?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০১ এএম

এক সময়ের দর্শকপ্রিয় মডেল ফয়সাল ও চিত্রনায়িকা জয়া আহসান দম্পতি ছিলেন। প্রেম করে বিয়ে করে ১৩ বছর সংসারও করেছিলেন। তারপর তাদের বিচ্ছেদ হয়ে যায়। কেন ও কি কারণে তাদের বিচ্ছেদ হয় এ নিয়ে দীর্ঘদিন ফয়সাল ও জয়া কোনো কথা বলেননি। তবে সম্প্রতি কোলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তাদের বিয়েবিচ্ছেদের কারণের কথা বলেছেন ফয়সাল। নব্বই দশকে ফয়সাল ছিলেন জাতীয় হকি খেলোয়াড়। সুদর্শন ফয়সাল এক নজরেই সবাইকে আকৃষ্ট করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে সবাই ‘ম্যাকগাইভার’ হিসেবে ডাকত। এর কারণ, আশি দশকে বিটিভিতে প্রচারিত ব্যাপক জনপ্রিয় হলিউডের সিরিয়াল ম্যাকগাইভারের মতো তাকে মনে হতো। দীর্ঘদেহী সুদর্শন ফয়সাল একসময় মডেল হিসেবে ডাক পান। একটি বিজ্ঞাপনের সহমডেল ছিলেন জয়া আহসান। ১৯৯৮ সালে নির্মিত সেই বিজ্ঞাপন করতে গিয়ে তাদের প্রথম দেখা হয়। অবশ্য প্রথম দেখায় তাদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। এর কারণ, শুটিং সেটে ফয়সাল এক ঘণ্টা দেরি করে এসেছিলেন। তার এই দেরির জন্য জয়াকে মেকআপ নিয়ে বসে থাকতে হয়েছিল। ফয়সাল আসার পর তিনি তার সাথে বেশ রাগারাগি করেন। ফয়সাল ও জয়া এক সময় তাদের এ রাগারাগির কথা বলেছিলেন। রাগ থেকেই তাদের প্রেমের সূত্রপাত হয়। এক সময় ফোনে কথা বলতে বলতে একে অপরের প্রেমে পড়েন। শেষ পর্যন্ত বিয়ে করেন। ১৩ বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে। কেন এই বিচ্ছেদ, এ নিয়ে ফয়সাল বা জয়া কেউই এতদিন মুখ খোলেননি। তবে কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, বিয়ের পরেও একসঙ্গে কাজ করছিলেন জয়া-ফয়সাল। এরপরই তাদের ছন্দপতন ঘটে। বাংলাদেশ ও কলকাতার সিনেমায় জয়ার দর্শকপ্রিয়তা বাড়তে থাকে, অন্যদিকে কিছুটা পিছিয়ে পড়েন ফয়সাল। এই সাফল্যই হয়তো তাদের দা¤পত্যে ফাটল ধরিয়ে দেয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে। যা বিবাহবিচ্ছেদে রূপ নেয়। এ থেকে অনেকে মনে করছেন, দু’জনের ব্যক্তিত্বের সংঘাত সংসার করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। একে খ্যাতি’র বিড়ম্বনাও বলা যেতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ