Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের অভিনয়ের প্রশংসায় বাবা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০১ এএম

চিত্রনায়িকা দিঘী প্রথমবারের মতো একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন। সুমন ধর পরিচালিত ‘শেষ চিঠি’ নামের ফিল্মটি গত সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তার বাবা চিত্রাভিনেতা সুব্রত ওয়েব ফিল্মটি দেখে দীঘির অভিনয়ের প্রশংসা করেছেন। এতে দিঘী খুবই উচ্ছ¡সিত। দীঘি বলেন, ‘আজ আম্মু (প্রয়াত চিত্রনায়িকা দোয়েল) বেঁচে থাকলে হয়তো আরো অনেক বেশি খুশী হতেন। কারণ আম্মু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। তাকে ভীষণ মিস করি প্রতি মুহুর্তে। বাবা ‘শেষ চিঠি’ দেখার পর মোবাইলে এসএমএস করে আমার অভিনয়ের প্রশংসা করেন। এটা ছিলো আমার জন্য অনেক আনন্দের। কারণ, বাবার প্রশংসা পাওয়া সহজ নয়। তিনি খুব কমই প্রশংসা করেন। তবে আমার অভিনয় সমৃদ্ধ করতে তিনি সবসময়ই পরামর্শ দিয়ে থাকেন। তার কাছ থেকে যে প্রশংসা তা আমার আতœবিশ^াস বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, দর্শকও ফিল্মটি উপভোগ করছেন। তাদের কাছে কৃতজ্ঞ যে, তারা শেষ চিঠি দেখছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, অনুপ্রেরণার। দীঘি জানান, শেষ চিঠি’র মতো কিংবা এর চেয়ে আরো ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ