Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পদ্মাসেতু নিয়ে আঁখি আলমগীরের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০১ এএম

আগামী ২৫ জুন বহুল প্রতিক্ষীত পদ্মাসেতু’র উদ্ভোধন করা হবে। উদ্ভোধনী অনুষ্ঠান নিয়ে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। এর অংশ হিসেবে পদ্মাসেতু নিয়ে বিটিভি তৈরি করেছে বিশেষ গান। এ গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। ‘পদ্মাসেতুর বিজয়গাঁথা/ ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’, এমন কথার গানটি লিখেছেন মোকাম আলী খান। সুর-সঙ্গীত করেছেন মিল্টন খন্দকার। স¤প্রতি গানটি রেকর্ড করা হয়েছে বলে জানান আঁখি আলমগীর। তিনি বলেন, পদ্মাসেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভ‚তি। গর্বের এই সেতু নিয়ে গানটি করে নিজের কাছে ভালো লেগেছে। এই গানে আরও কণ্ঠ দিয়েছেন কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। ১১ জুন পদ্মাসেতুর আশপাশের এলাকায় গানটির দৃশ্যধারণ করা হবে। গানটির ভিডিও নির্দেশনা দেবেন বিটিভির প্রযোজক মাহবুবা ফেরদৌস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ