Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় পর্দায় উষসীর অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০২ এএম

স্টার জলসার ‘মিলন তিথি’ দিয়ে অভিনয় শুরুর পর জি বাংলার ‘বকুল কথা’য় উষসী রায় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন বাংলা টিভির দর্শকদের কাছে। এবার তাকে বড় পর্দায় দেখা যাবে। এরই মধ্যে উষসী ডিজিটালে অভিনয় করেছেন। তাকে ‘ব্যোমকেশ’, রুদ্রবীণার অভিশাপ’ এবং ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ ওয়েব সিরিজগুলোতে দেখা গেছে। এবার বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে।রাজা চন্দের আগামী চলচ্চিত্রে তিনি অভিনয় করবেন সোহম চক্রবর্তী এবং বনি সেনগুপ্ত’র সঙ্গে। এই ফিল্মে তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। জানা গেছে, আগামী মাস থেকে ফিল্মটির কাজ শুরু হবে। উষসীর ভক্তরা জানে ‘বকুল কথা’তে তিনি একজন টম বয় মেয়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন হানি বাফনার বিপরীতে। এছাড়া তার প্রথম সিরিয়াল ‘মিলন তিথি’তেও তিনি অসাধারণ কাজ করেছেন। পরে তাকে দেখা গেছে ‘কাদম্বিনী’তে; জি বাংলার এই ধারাবাহিকটি অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি, আচমকা বন্ধ হয়ে গেছে। তিনি অবশ্য থেমে থাকেননি। ওয়েব সিরিজ এবং ফোটো শুটে অংশ নিয়েছেন নিয়মিত। এবার দেখা যাক বড় পর্দায় তিনি কেমন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ