Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারায়া ক্যারির বিরুদ্ধে নকলের অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০২ এএম

গায়িকা-গীতিকার-সঙ্গীত প্রযোজক মারায়া ক্যারির বিরুদ্ধে গান নকলের অভিযোগে মামলা করেছেন একজন কান্ট্রি মিউজিক গীতিকার। অভিযোগ করা হয়েছে ক্যারি ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গান নকল করেছেন। অ্যান্ডি স্টোনের অভিযোগ, তার ১৯৮৯তে লেখা এবং ভিন্স ভ্যান্স অ্যাড ভ্যালিয়ান্টসের গাওয়া ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানটি ক্যারি এবং তার সহ-গীতিকার ওয়াল্টার অ্যফানসিফ নকল করেছেন। স্টোন লুইজিয়ানার একটি আদালতে এই মামলা দায়ের করেছেন। গান দুটির টাইটেল এক হলেও সুর আর ক্যারির গানটিতে কিছুটা ফারাক আছে এবং গায়িকার সংস্করণটি ১৯৯৪তে প্রকাশিত হয় এবং তুলনামূলকভাবে বেশি শ্রোতাপ্রিয়তা লাভ করে। এনবিএতেও গানটি পারফর্ম করা হয়। স্টোন এই মামলায় ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। একজন বিশেষজ্ঞ জানান গানের টাইটেল ঠিক কপিরাইট সংরক্ষণ আইনের অন্তর্ভুক্ত নয়, আর সেজন্য একই টাইটেলের ১৭৭টি গানের নজির পাওয়া যায়। এই বিশেষজ্ঞ জানান ‘মাই বেবি’ টাইটেলের ৪৮৬০টি গান বা কাজ আছে। তবে বিশেষ এই গানটির কথা তুলনা ও যাচাই করে দেখা হবে। ক্যারির গানটি স্পটিফাইতে শত কোটি বারের বেশি স্ট্রিম হয়েছে, এছাড়া চার্টেও শীর্ষস্থান পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ