Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর ঘোষনা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৭:০২ পিএম

অবশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর স্টেশন থেকে ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার দুপুরে রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রেলওয়ের পক্ষ থেকে আম ব্যবসায়ীদের সঙ্গে আমরা বৈঠক করেছিলাম। তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন। আমরাও মন্ত্রণালয়ে এমনটিই প্রস্তাব করেছিলাম। কিন্তু কিছু কাজ বাকি থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। তবে আগামী ১৩ জুন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি চলাচল করবে।
তিনি বলেন, অন্যান্য বারের মতো আনুষ্ঠানিকভাবে চালু করা হবে কিনা তা পরে জানানো হবে। তবে ট্রেনটি ১৩ জুন থেকেই চালু হবে। এজন্য সবরকম প্রস্তুতি এরই মধ্যেই সম্পন্ন করা হয়েছে।
রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২০ সালের ৫ জুন আনুষ্ঠানিকভাবে প্রথম ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যা জেলার প্রথম স্টেশন রহনপুরসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি স্টেশন এবং রাজশাহীসহ অন্তত চারটি জেলার আম ও সবজি পরিবহনে ভূমিকা রাখে। একই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।
দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চালু করা হয়। ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। চলতি বছর আম পরিবহন করা হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার বলেন, গত দু’বছর ধরে কম টাকায় আম পরিবহন করে আসছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এবারও ট্রেনটি চালু হবে। আগামী ১৩ জুন থেকে এ ট্রেনটি আম পরিবহন করবে বলে আমাদের জানিয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও আমাদের পরিবহনের খরচের কথা বলেনি। তবে গত দু’বছর ধরে ১ টাকা ৩১ পয়সা কেজি দরে আম পরিবহন করছে ট্রেনটি। আশা করা যায়, এবারও এমনই খচর থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ