Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেনীতে মাজলিসে ইশায়াতে দ্বীনে হক্ব নেতৃবৃন্দের প্রতিবাদ সভা

ভারতে মহানবী (সা.)কে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৬:০৪ পিএম

ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রী নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর দাগনভূইয়া উপজেলায় পরিচালিত ক্বাওমী মাদরাসা শিক্ষা বোর্ড মাজলিসে ইশায়াতে দ্বীনে হক্বের নেতৃবৃন্দ। আজ দাগনভূইয়া আশরাফুল উলূম মাদরাসায় বাদ যোহর মাওলানা মমিনুল হক জাদিদের সভাপতিত্বে ও মুফতী ইউসুফ কাসেমী সাহেবের পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা-নেত্রী কতৃক আমাদের মসুলমান জাতির হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ (সা.) এবং মুসলমান জাতির মা উম্মাহাতুল মুসলিমীন হযরত আয়েশা (রা.)কে নিয়ে কটুক্তি করে বিশ্বব্যাপী মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। যাহা নিভাতে পারবে না। তারা বলেন, আমাদের শরীরের প্রতিটি রক্তের ফোঁটায় নবীজির ভালোবাসা বৃদ্ধ রয়েছে। আজকের এ সভা থেকে বিশ্বব্যাপী মুসলমান জাতির নিকট উদাত্ত আহবান জানাচ্ছি নবী (আ.) এর ইজ্জত রক্ষার্থে ভারতের সাথে সর্বপ্রকার সম্পর্ক চিহ্ন এবং ভারতের সকল প্রকার পণ্য বর্জন করে নবীর প্রতি ভালোবাসা ও ঈমানী দায়িত্ব পালন করে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হই। নবীজির (সা.)এর অপমানের প্রতিশোধ নিতে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। ভারতের ইসলাম বিদ্বেষী দুই কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানালেন নেতৃবৃন্দ। উক্ত সভায় বক্তব্য রাখেন মাওলানা শেহাব উদ্দিন,মাওলানা মহিউদ্দিন,মাওলানা আতিক উল্লাহ মামুন,মাওলানা ইসমাইল,মুফতী হাছান,মাওলানা হাফেজ ্ইয়াছিন,মাওলানা আহাম্মদ করীম,মাওলানা আবদুল আহাদ,মাওলানা মশিউর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ