প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গানের পাশাপাশি এখন অভিনয়েও পাওয়া যাচ্ছে সাবরিনা পড়শীকে। গত ঈদেই ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকে অভিনয় করেছিলেন। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা ঋষি। আবারও তাকে নাটকে দেখা যাবে। গত সোমবার (৬ জুন) থেকে শুরু হয়েছে মাহমুদ মাহিনের পরিচালনায় ‘শাদি মোবারক’ শিরোনামের নাটকের কাজ। যেখানে পড়শীর সঙ্গে অভিনয় করেছেন মুশফিক ফারহান।
নাটকটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘এর আগে তিনটি নাটকে আমাকে পাওয়া গেলেও মূলত ‘মারিয়া ওয়ান পিস’-এ আমি নায়িকা চরিত্রে ছিলাম। নতুন নাটকেও তাই। এখানে আমাকে প্রবাসীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। আরও তিন দিন হবে নাটকটির কাজ।’
মুশফিক ফারহান বললেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজের পরে রোমান্সের কিছু বিষয় দেখা যাবে। নাটকের শেষে একটি সচেতনামূলক বার্তাও থাকবে। এমন গল্প ও আমার উপস্থিতি দুটিতেই নতুনত্ব আছে। আমার বিশ্বাস, ঈদে নাটকটি দেখে দর্শকের ভালো লাগবে।’
পরিচালক মাহিন জানান, প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় কেন্দ্র করে গল্প এগিয়েছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট উন্মুক্ত করা হবে নাটকটি।
উল্লেখ্য, কণ্ঠ দিয়েই পড়শী জয় করেছেন দেশ। ছোটবেলাতেই সঙ্গীত প্রতিযোগিতায় নাম লেখিয়ে তাক লাগিয়ে দেন। এরপর বড় হয়ে গায়িকা হিসেবে অর্জন করেন অসামান্য জনপ্রিয়তা। ক্রমান্বয়ে গানের বাইরে অভিনয়েও নাম লিখিয়েছেন পড়শী। নিজের গানে তো বটেই, সিনেমায় পর্যন্ত দেখা গেছে তাকে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।