Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইবি রিপোর্টার : আজ ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৭৯ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয় দিবসকে উদ্যাপন করতে দুইদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যানা যায়, আজ সকাল ৮টা ৩০মিনিটে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করবেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান। প্রভোস্টগণ সকাল ৯টায় স্ব-স্ব হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন। পতাকা উত্তোলন শেষে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্ত¡রে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে সমবেত হবে। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে, যা আগামীকালও চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ