Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নার্সকে মারধরের প্রতিবাদে চমেক হাসপাতালের গেটে অবস্থান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ৯:৩৫ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক নার্সকে মারধর করা হয়েছে- এমন অভিযোগে হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে হাসপাতালে কর্মরত নার্সরা। তাদের অভিযোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী হাসপাতালের ২৬নং ওয়ার্ডে এক নার্সকে মারধর করেছেন।

এর প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে মূল গেটে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সেখানে নার্সিং কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।

ওই ঘটনার হামলায় আহত মো. ফারুক হোসেন নামের একজন বলেন, হাসপাতালের ২৬নং ওয়ার্ডে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র এক রোগীকে ভর্তি করাতে আসেন। এ সময় তথ্য দেওয়া নিয়ে এক নারী নার্সের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর একপর্যায় ওই নার্সকে মারধর করা হয়। পরে ৫০ জনের মতো একটি গ্রুপ এসে আমাদের ওপর হামলা চালায়।

রাফাত জামান নামের এক নার্স বলেন, মারধরের বিচার নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের বলেন, সমস্যা সমাধানের নার্সদের সঙ্গে আমাদের বৈঠক চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ