Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার ক্লিনিকে মাদরাসা ছাত্রীর মৃত্যুতে অবশেষে মামলা, গ্রেফতারকৃত নার্সকে আদালতে প্রেরণ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ৯:২৪ পিএম

মাগুরার শালিখাতে সিলগালা আলহেরা প্রাইভেট ক্লিনিকে অবৈধ অপারেশনে মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিরজলা (১৩) মৃতুতে অবশেশে তার পিতা নাজমুল ইসলাম বাদী হয়ে ৩০৪-ক/৩৪ পেনাল কোড ধারায় ৬/৬/২০২২ তারিখে মামলা করেছে। মামলা নং শালিখা থানা ৪ ও শালিখা জিআর ৪৭/২২। মামলার এজাহার ভুক্ত ৩ জন আসামী হলো গ্রেফতারকৃত নার্স কারিমন নেছা, মালিক শাহিন পারভেজ বাচ্চু ও ডাঃ সনিয়া শারমিন।

গ্রেফতারকৃত কারিমন নেছাকে গত কাল ৭ জুন আদালতে প্রেরন করলে শালিখা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সব্য সাথী রায় তাকে জামিন দেন। এ ব্যপারে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম বলেন মামলায় এজাহার ভুক্ত ৩ জন এবং অজ্ঞাত আরো ৪ কে আসামী করে মামলা করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতার করে আালতে পাঠান হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ