রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার তালতলীতে নিশানবাড়িয়া ইউপি নির্বাচন স্বতন্ত্রপ্রার্থী দুলাল ফরাজীর বৈধ অস্ত্র দিয়ে নৌকার কর্মী-সমার্থকদের ভয় দেখানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়। দাবি করা হয় নির্বাচন পর্যন্ত এই বৈধ অস্ত্র জমা দেওয়া হোক। গত সোমবার উপজেলার নতুনবাজার এলাকায় ৫ শতাধিক নৌকার কর্মী-সমার্থকরা প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ করে।
বক্তারা বলেন, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী দুলাল ফরাজী লাইসেন্স করা অস্ত্র নিয়ে এলাকায় মহরা দিয়ে নির্বাচনী প্রচারণা করে আসছে। বৈধ অস্ত্র দিয়ে নৌকার কর্মী-সমার্থকদের বিভিন্ন ভাবে হুমকি-দামকি দিচ্ছেন। এজন্য সাধারণ ভোটারের মাঝে অতঙ্ক বিরাজ করছে। এই বৈধ অস্ত্র জমা না নেওয়া হলে সুষ্ঠু নির্বাচনে প্রভাব পড়বে বলেও জানান তারা।
এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী দুলাল ফরাজী বলেন, আমার নিরাপত্তার জন্য আমি অস্ত্র ব্যবহার করছি। অস্ত্র জমা দেওয়ার কোনো চিঠি পাইনি। চিঠি পেলে সাথে সাথে জমা দিবো। এছাড়া আমার বৈধ অস্ত্র দিয়ে কাউকে ভয় দেখানো হচ্ছে না। তিনি আরও বলেন, নৌকার কর্মী-সমার্থকরা আমাকে মাঠেই নামতে দেয় না। তাহলে কিভাবে আমি অস্ত্রের ভয় দেখাই। এটা নৌকা প্রার্থী মিথ্যা বলছে।
নৌকার প্রার্থী কামরুজ্জামান বাচ্চু মিয়া বলেন, স্বতন্ত্রপ্রার্থী দুলাল ফরাজী তার লাইসেন্স করা অস্ত্র দিয়ে আমার কর্মী-সমার্থকদের ভয় দেখাচ্ছে। দ্রুত এই অস্ত্র জমা নেওয়া নেওয়ার দাবি করছি।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে জমা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।