Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদের অমাবস্যার শুটিং শেষ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৪ এএম

২০২০-২০২১ অর্থবছরে জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র, সৈয়দ ওয়ালীউল্লাহ’র উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা।’ চলচ্চিত্রটির শুটিং ও এডিটিংয়ের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এখন এর ডাবিং ও অন্যান্য পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলচ্চিত্রটির শুটিং হয়েছে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের নানা স্থানে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তনয় বিশ^াস, ইরেশ যাকের, আসাদুজ্জামান নূর, দ্বীপান্বিতা মার্টিন, শাহানা সূমি প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন ভারতের প্রখ্যাত চিত্রগ্রাহক, ‘মাটির ময়না’ ও ‘মেঘমল্লার’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক সুধীর পালসানে। এডিটিং করেছেন সামীর আহমেদ। শব্দ সংযোজন ও রঙ বিন্যাস ভারতের কলকাতা ও মুম্বাইতে সম্পন্ন হবে। সৈয়দ ওয়ালীউল্লাহর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে এবছরই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। চলচ্চিত্রটির পরিচালক জাহিদুর রহিম অঞ্জন এর আগে ‘মেঘমল্লার’ চলচ্চিত্রটি পরিচালনা করেন এবং এটি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। এটি ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে শ্রেষ্ঠ পরিচালকসহ মোট ৫টি শাখায় পুরস্কার লাভ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ