Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘ওবি-ওয়ান কেনোবি’ একটি সীমিত সিরিজ জানালেন ইওয়ান ম্যাকগ্রেগর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৪ এএম

অভিনেতা ইওয়ান ম্যাকগ্রেগর জানিয়েছেন তার অভিনয়ে ‘ওবি-ওয়ান কেনোবি’ আপাতত একটি সীমিত পর্বের সিরিজ ছাড়া কিছু নয়। স্কটিশ অভিনেতা জানান আপাতত মূল ‘স্টার ওয়ার্স’ সিরিজের স্পিন-অফ সিরিজটি আর কোনও পর্ব নির্মাণের পরিকল্পনা নেয়া হয়নি। ম্যাকগ্রেগর (৫১) বলেন , এই মুহূর্তে আমরা ছয়টি পর্ব নির্মাণের প্রক্রিয়ায় আছি। এটি একেবারে সীমিত কয়েক পর্বের সিরিজ হিসেবেই নির্মিত হচ্ছে। এই মুহূর্তে এমনটিই চলবে। শুনুন, যদি এটি ভাল চলে এবং ডিজনির পছন্দ হয় তাহলে আরও কিছুর সম্ভাবনা আছে.. আমার এটিতে কাজ করতে ভাল লেগেছে। ডেবোরা চাওয়ের সঙ্গে কাজ উপভোগ করেছি। নতুন পদ্ধতিতে কাজ ভাল লেগেছে। আমার ধারণা, স্ক্রিপ্ট খুব ভাল হয়েছে। আর কুশলীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অসাধারণ। কুশলীদের অনেকেই ‘স্টার ওয়ার্স’ ভক্ত। তাই আমি এই সিরিজে আরও কাজ করতে চাই। তবে আমি নিশ্চিত করতে চাই এখানে সব সীমাবদ্ধ আছে। তিনি বলেন, এর কাহিনী ‘স্টার ওয়ার্স’ তৃতীয় ও চতুর্থ পর্বের মাঝামাঝি। আমার মনে হয় এটাই ‘ওবি-ওয়ান কেনোবি’ চলচ্চিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ