Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে প্রায় আড়াই লাখ পিস গলদা চিংড়ির রেণু জব্দ

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:১২ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া (মাওয়া) ঘাট হতে ২ লাখ ৪৪ হাজার ৮০০ পিস নিষিদ্ধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ। গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ফেরি ঘাট এলাকায় নৌ-পুলিশে একটি দল অভিযান চালায় এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে এ চিংড়ির রেণু জব্দ করে। এ সময় মো. রোকনুজ্জামান, ও মো. রাসেল, নামে ২ বক্তিকে আটক করা হয়। আটককৃত দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ (আইসি) মো. আবু তাহের মিয়া দৈনিক ইনকিলাবকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার মাওয়া নৌ-পুলিশ শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৪ টি ককশিট কার্টুনে থাকা গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। একেকটি কার্টুনের মধ্যে ৬টি করে পলিথিনের প্যাকেট ছিল। এসব প্যাকের মোট ২ লাখ ৪৪ হাজার ৮০০ গলদা চিংড়ির রেণু ছিল। তিনি আরো জানান, নিষিদ্ধ এসব চিংড়ির রেণু পরিবহনের দায়ে পিকআপের ডাইভার মো. রোকনুজ্জামান ও হেলপার মো. রাসেল নামে ২ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আব্দুল আউয়াল প্রত্যেকে ৫ হাজার টাকা করে টাকা জরিমানা করে। পরে জব্দকৃত রেণুগুলো পদ্মায় অবমুক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ