বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার কুমারখালীতে একটি মরিচ খেত থেকে নয় ফিট দৈর্ঘ্যরে ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা ক্যানেলপাড়া এলাকার মো. মিরাজ মুন্সীর ক্ষেত থেকে গাছগুলো উদ্ধার করা হয়।
অপরদিকে, মরিচ খেতে গাঁজা চাষ করার অপরাধে গত রোববার রাতেই কৃষক মিরাজ মুন্সীকে আটক করে পুলিশ। গতকাল সোমবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আসামি মো. মিরাজ মুন্সী চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের ক্যানেলপাড়ার মৃত শহিরুল মুন্সীর ছেলে। পুলিশ জানায়, জমি ইজারা নিয়ে মরিচ খেতে গাঁজার চাষ করছেন কৃষক মিরাজ মুন্সী। এমন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ওই কৃষকের জমিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ক্ষেত থেকে প্রায় নয় ফিট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওই কৃষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং ওই কৃষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।