Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ৯:৫৩ পিএম

গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। আজ সোমবার (৬ই জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "৪ জুন বাংলাদেশ সরকারের এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের মূল্য ২২.৭৮% বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে জানিয়েছে যে, এক চুলা ব্যবহারকারী গ্রাহকদের গ্যাসের মূল্য বাবদ ৯৫০ টাকার পরিবর্তে ৯৯০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৯৭৫ টাকার পরিবর্তে ১০৮০ টাকা পরিশোধ করতে হবে। প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটার প্রতি ৪ দশমিক ৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে। সার উৎপাদনে ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গড়ে। এ নিয়ে বর্তমান সরকারের আমলে গত ১৩ বছরে গ্যাসের দাম বাড়ল ৮ বার। গ্যাসের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক, অবাস্তব ও জনস্বার্থ বিরোধী। আমরা সিলেট মহানগর বিএনপি'র পক্ষ থেকে এ অন্যায় সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার চরম ব্যর্থতা ও বিশৃঙ্খলার মধ্যে দিয়ে দেশ পরিচালনা করছে। তাদের লুটপাঠ, দূর্নীতি ও ব্যর্থতার দ্বায়ভার সামাল দিতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ সকল দ্রব্যের উপর বার বার মূল্য বৃদ্ধি করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ