রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআন পাঠ, আলোচনা সভা, অসহায়, দু:স্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
গত রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য শাহ আলম মুকুল।
অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম। বিশেষ বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।
সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজী নাসির উদ্দিন ও সিনি. যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা হারুন অর রশীদ, শহীদুর রহমান স্বপন, নুরে-এ-ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, আশরাফ প্রধান, ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত, জাকারিয়া ভূঁইয়া, মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবকদল নেতা মো. সাখাওয়াত হোসেন, জাকারিয়া সালেহ স্বপন, জিএস শাহআলম, ফারুক আহমেদ, মোশারফ হোসেন, তাঁতীদলের সিনিয়র সহ-সম্পাদক হাজী রুহুল আমিন ও সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবুসহ আরও অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।